-আম্মু: মিষ্টি এই মিষ্টি কি হলো এভাবে বাড়িতে এসে দরজা বন্ধ করে কি করছিস? এই মেয়ে শুনতে পাচ্ছিস না' মিষ্টি দরজা খোল তোর বাবা এসেছে।
-আব্বু: মিষ্টির মা চিন্তা করো না হয়তো ঘুমিয়ে গেছে , পরীক্ষা শেষ আজ ওকে ঘুমাতে দাও।
আম্মু: যা ভালো বুঝো করো। আমি বাবা কি বলবো না।
_______________________
-আবির:মিষ্টি কি হলো এভাবে চলে আসলো কেন তারমানে মিষ্টি ও কি আমাকে ভালোবাসে?!ওই শ্রেয়ার জন্য আমার প্রেয়সী কষ্ট পেয়েছে না জানি কি করছে মেয়েটা?এখন তো রাত হয়ে গেছে কি করবো? ওর বেলকনিতে গিয়ে দেখি কি করছে মেয়েটা?
যেই ভাবা সেই কাজ চলে এলাম মিষ্টি রুমে,ড্রিম লাইটের আবসা আলোয় দেখা যাচ্ছে মিষ্টির মলিন হয়ে যাওয়া মুখশ্রী ইসসস মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ গেলো ফুলিয়ে ফেলেছে যেমটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে না প্রেয়সি তোমাকে আর কাঁদবো না। খুব ভালোবাসি তোমায়।
~ভালোবাসি আমি তোকে প্রাণাধিক
সুখে রাখবো আমি তোকে ঠিক'
__বাড়িয়ে দে প্রিয়া হাত __
তোর সামনে আমি কিস্তিমাত ""
আমি:আজ থেকে আবির ভাইয়াকে আমি ভুলে যাবো সম্পন্নভাবে।আবির নামে কারো অস্তিত্ব আমার জীবনে নেই।এড়িয়ে চলবো আপনাকে আজ থেকে নিজেকে সামলে নিবো,থাক না কিছু কথা অব্যক্ত" না বলেও তাকে আমি ভালোবাসি.
কলিংবেল বাজতেই আম্মু বললো মিষ্টি দেখতো কে আমি রান্না করছি, ইচ্ছা না থাকার স্বর্তেও দরজা খুললাম দেখলাম আন্টি আবির ভাইয়া আর সাথে একজন মধ্যবয়স্ক আংকেল মনে হয় আবির ভাইয়ার আব্বু হবেন।আমি সালাম দিয়ে ভিতরে আসতে বললাম।
আন্টি: কিরে মিষ্টি মুখটা এমন হয়ে আছে কেন? কি হয়েছে?
আমি: আন্টি তেমন কিছু না।
আংকেল: এদিকে আসো তো মামুনি, মাশাআল্লাহ একদম পরীর মতো সুখি হও মা।
আম্মু: আপা ভাইসাহেব বসেন আবির বসো, তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি।
-আম্মু উনাদের সাথে কথা বলছেন আম্মু রুমে এসে আবার কান্না করতে লাগলাম আবির ভাইয়া আমার দিকে তাকালো না পর্যন্ত।এখন তো তার জন্য শ্রেয়া আপু আছে আমাকে আর লাগবে না।বেশ তবে তাই হোক ভালো থাক তারা।
আম্মু: মিষ্টি এইদিকে আয় তো তোর সাথে আমাদের কথা আছে।
আব্বু: দেখো তোমাদের এ প্ল্যান এর জন্য আমার মেয়েটা যেন কষ্ট না পায় লক্ষ্য রেখে।
আম্মু: চুপ করো তো ও এসে গেছে শুনতে পাবে.
আমি: আম্মু ডাকছিলে?বলে কি বলবে"
আম্মু: তোর আন্টি আংকেল এসেছিলো আবিরের বি*য়ের দাওয়াত দিতে।
আমি: কিহহ!এটা শোনার পর আর দাঁড়াতে পারছিলাম না কেমন যেন ভেতরটা দুমড়ে মুচড়ে উঠলো নিজেকে সামলে নিয়ে বললাম।কবে বিয়ে?!
চলবে?!
সাড়া পেলে নেক্সট দিবো
0 মন্তব্যসমূহ