বিয়ের পর শ্বশুর-শাশুড়ী আমাকে একরকম জোর করেই তাদের ছেলের সাথে অন্য শহরে পাঠিয়ে দিলো।টুকটাক রান্না পারি বটে তবে রান্নার হাত অতটা ও পাকা নয় আমার।আর আমার এখনো অতটা সংসার সম্পর্কে ধারণা হয়নি।
সজল নতুন একটা দুই রুমের ফ্ল্যাট নিয়েছে সাথে কিছু প্রয়োজনীয় বাসন-কোসন ও সাথে আমাকে নিয়ে আসে এখানে।বাড়িটা মোটামুটি সুন্দরই বটে।চারতলার একটা বিল্ডিংয়ের চারতলায় ডানপাশের ইউনিটেই আমরা ভাড়া নিয়েছি।
বাড়িওয়ালা আন্টি ও বেশ আন্তরিক।বাড়িওয়ালা বলতে ২ তলার ১টা ফ্ল্যাট ও চারতলার ১টা ফ্ল্যাট উনাদের।আমাকে প্রথম দিন বেশ অনেক ধারণা দিলো সংসার সম্পর্কে যেহেতু আমি নতুন সংসার শুরু করতে যাচ্ছি।আর বললো বাম পাশের ইউনিটের দিকে যেন না যাই।চুল খোলা রেখে যেন কখনো ছাদে না যাই।টুকটাক অনেক বিধি-নিষেধ বুঝিয়ে দিলো আমাকে।
ঘরে ঢুকে দেখলাম মোটামুটি পরিষ্কার করাই আছে ঘরগুলো। সজল বললো সে নাকি লোক দিয়ে পরিষ্কার করিয়ে রেখেছে।খাট বসিয়ে নিয়েছে সাথে লাইট,ফ্যানগুলো ঠিক করে নিয়েছে।
ও সেদিন রাতে বাইরে থেকে খাবার আনে আর আমরা সেগুলো খেয়েই ঘুমিয়ে পড়ি।তারপর পরের দিন থেকে তার ডিউটি শুরু হয়।সজলের কখনো কখনো নাইট ডিউটি করতে হতো।সেই রাতগুলো আমার একটু ভয় ভয় লাগতো অবশ্য কিন্তু আমি একদম বই পড়ুয়া একটা মেয়ে।রান্না-বান্না, ঘরের কাজ বাদে বাকি সময় আমি বইয়ে মুখ গুঁজে থাকতাম।পড়ার বই নয় উপন্যাসের পোকা বলা চলে আমাকে।
আজও সজলের নাইট ডিউটি সে সন্ধ্যায় বেরিয়ে গেছে।আমি সন্ধ্যার দিকে একটু চা বসিয়ে গুনগুন করে গান করছিলাম হঠাৎ কলিং এর শব্দ শুনে ভাবলাম এই ভর সন্ধ্যে বেলায় কে এলো।বাড়িওয়ালা আন্টি তো দুই তলা থেকে সচরাচর খুব একটা আসে না।আমি সাত-পাচ না ভেবে দরজা খুলে দেখি মধ্যবয়স্ক একজন মহিলা ভেজা চুল গামছা পেচিয়ে হুট করে ঘরে ঢুকে বলছে আমি তোমার পাশের ইউনিটে থাকি।আমি উমা মজুমদার।আমার হাজবেন্ড অরুণ মজুমদার আর ছেলে সৌরভ মজুমদার।
তুমি মনে হয় নতুন এসেছো তা তোমার নাম কি?
আমি একটু অল্প স্বরেই বললাম আমার নাম কমলিকা মিত্র।
তোমার বরকে দেখলাম ঘন্টাখানেক আগেই বাইরে গেলো।তা আমি কি দাঁড়িয়েই থাকবো?
আমি স্তম্ভিত হয়ে বললাম এমা কেন বসুন, বসুন।
আমি ভাবছি আমাদের ফ্ল্যাটের মালিক আন্টি তো বলেছিলো ওই ফ্ল্যাটের দিকে না যেতে।কিন্তু উনি নিজে থেকে আসলে আমি কি করবো?
উনি বললো আর বলো না বাবার বাড়ি গিয়েছিলাম এজন্য আমাকে এতদিন দেখোনি।এখন থেকে আমি কিন্তু আসবো।যখনই সময় পাবো তখনই গল্প করতে চলে আসবো।
ততক্ষণে আমার চুলায় রাখা চায়ের জল শুকিয়ে পুড়ে যাওয়ার যোগাড়।আমি বললাম আপনি বসেন আন্টি আমি চায়ের জল বসাই নতুন করে।সে তীব্র আপত্তি জানিয়ে বললো না না আমি চা খাই না।
তারপর দুই একটা কথা বলে বেরিয়ে গেলো।
আমি ভাবলাম যাক এখন অন্তত ভয় তো কম লাগবে।তাছাড়া মহিলাকে বেশ ভালো লেগেছে আমার।বেশ সুন্দরী ও বটে। কিন্তু এত অবেলায় স্নান করেছে কেন?
যাক গরম লেগেছে করতেই পারে।
আমি রাতে হালকা খাবার খেয়ে বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ছিলাম মনে নেই।সকাল সাতটায় সজলের কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো।
তো স্নান সেরে রান্না করতে গিয়ে ভেজা জামা-কাপড় ছাদে শুকাতে দেওয়ার কথা মনে নাই।প্রায় সাড়ে বারোটার দিকে ছাদে গিয়ে জামা-কাপড় দিয়ে আসলাম।তখন দেখলাম ফ্ল্যাটের সদর দরজায় তালা ঝুলছে।
এরপর দিন পনেরো কখনো উমা কাকিমাকে আমার চোখে পড়েনি।একদিন সন্ধ্যা বেলায় ভেজা চুল ছেড়ে দিয়ে কলিং বেল দিচ্ছে আমি তখন মাত্র সন্ধ্যা আরতী করে সোফায় বসেছি মাত্র।এক বাটি হাঁসের মাংসের ঝোল দিয়ে গেলো যদিও আমি নিতে চাইনি।পরে বাধ্য হয়ে রেখে দিয়েছি।কি যে টকটকে রং এত তেল মশলার রান্না আমি কখনো খাইনি।
রাতে সজল আসার পর যখন খেতে বসেছি।হঠাৎ করে যখন মাংসের ঝোলের উপর থেকে ঢাকনা সরিয়েছি কি বিদঘুটে গন্ধ।সজল বললো ফেলে দিয়ে আসো।আমিও ফেলে দিলাম।ভাবলাম গরমে গন্ধ হয়ে গেছে।
তার পরের সপ্তাহে একদিন বিকালে তেল দেওয়ার জন্য ছাদে গেলাম তো চুল ছেড়ে তেল ম্যাসাজ করছিলাম হঠাৎ মনে হলো পেছন থেকে কারো হাঁটার শব্দ কানে আসছে।আমার মনে হলো কেউ আমাকে পিঠে জোরে চাপ দিচ্ছে নিচে ফেলে দেওয়ার জন্য।পেছনে তাকিয়ে দেখি উমা কাকিমা।আমি কিছুটা ভয় পেলেও বুঝতে দেয়নি।সে ও মোটামুটি স্বাভাবিক আচরণ করলো আমার সাথে ।টুকটাক গল্প করে রুমে চলে আসলাম।
সেদিন রাতে সজলের নাইট ডিউটি ছিলো আবার। ও সন্ধ্যায় বের হয়ে গেলো।রাত সাড়ে এগারোটার দিকে আমি যখন ডাইনিং থেকে বেডরুমে গিয়ে মাত্র শুয়েছি ঠিক তখনই কলিং এর শব্দ।দরজার এপাশ থেকে ম্যাজিক আই দিয়ে দেখলাম বাইরে কাউকে দেখা যাচ্ছে না।আমি প্রচন্ড ভয় পেলাম।ভয়ে দরজা ও খুলিনি।সজলকে ১৫মিনিট পর স্বাভাবিক হয়ে ফোন করলাম।ও বললো দরজা খোলার প্রয়োজন নেই।
আমি ভয়ে শিউরে উঠছিলাম এত রাতে বাড়িওয়ালা আন্টিদের ফোন করার সাহস ও পাইনি।সজল রাত দুই টায় বাসায় আসলো।
পরের দিন সকাল বেলায় বাড়িওয়ালা আন্টির থেকে যা শোনলাম তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না....
0 মন্তব্যসমূহ