জঙ্গলের মাঝে একটা কটেজের বেলকনি তে খালি গায়ে দাড়িয়ে আছে এক অদ্ভুত সুদর্শন পুরুষ।বয়স ২৬-২৭ এর মতো হবে হয়ত। লম্বা, ফর্সা (এত ফর্সা পুরুষ হয় কিনা সন্দেহ,,,মনে হয় রক্ত শূণ্য দেহ),,র*ক্তিম ঠোঁট আর লালচে-বাদামি চোখের মনি।
বেলকনি থেকে একটু দূরে রুমের বিছানায় অর্ধ নগ্ন অবস্থায় ঘুমিয়ে আছে এক সুন্দরী রমণী ।কিন্তু সেদিকে কোনো নজর নেই বেলকনি তে দাড়িয়ে থাকা পুরুষ টির।
পূর্ণ পূর্ণিমার রাত হওয়ায় সবসময় অন্ধকারে ডুবে থাকা জঙ্গল টাও আজ চাঁদের আলোয় আলোকিত ।কিন্তু আলো হোক বা অন্ধকার, জঙ্গলের নিশাচর প্রাণীরা তার শিকারে ব্যস্ত। সুদর্শন পুরুষ টি হাতের গ্লাসে থাকা লাল পানীয় খেতে খেতে জঙ্গলের এক নিশাচরের শিকারের দৃশ্য দেখতে ব্যস্ত।
কিছুক্ষণ পর যখন নিশাচর প্রাণীটি তার শিকার নিয়ে আড়াল হয়ে যায় তখন সুদর্শন পুরুষটি ঘুরে বিছানায় শুয়ে থাকা রমণীর দিকে তাকায় ।এমন আবেদনময়ী রূপে কোনো রমণী কে দেখলে যেকোনো পুরুষ নিজেকে সামলাতে পারবে না ,নিজের পুরুষ সত্তা জেগে উঠবে। কিন্তু সুদর্শন পুরুষ টির কেন যেন কোনো মেয়েকে দেখে আকর্ষণ অনুভব হয় না।
" শুধু মনে হয় এই মেয়েটি তার জন্য নয়, যে তাকে পূর্ণ করবে।"
যখনই তার একাকী লেগেছে ,,অস্থিরতা বেড়েছে তখনই নিত্যনতুন মেয়েদের কে নিয়ে আসত কটেজে ,,একান্ত সময় কাটানোর জন্য ।যেকোনো মেয়েই এমন সুদর্শন পুরুষ কে না করতে পারে না।কিন্তু এই ৬৭ বছরেও সে কোনো নারীর খুব কাছাকাছি যেতে পারে নি।ঘনিষ্ঠ হওয়ার ঠিক পূর্ব মুহুর্তে নিজের ভেতরের কোনো এক বাধা তাকে থামিয়ে দিত।শত চেষ্টার পরও সে বাধা অতিক্রম করতে পারে নি সে।কী সেই বাধা? সে আজ ও জানে না।সব কিছু থাকতেও শুধু শূন্যতা অনুভব করছে সে।কি যেন নেই তার জীবনে কিন্তু কোনোভাবেই কিছু বুঝতে পারে না।
চাঁদের আলো শরীরে পড়তেই সুদর্শন পুরুষটি চাঁদের দিকে তাকায় আর তখনই তার চোখের মনি লাল হয়ে যায় ।চাঁদের আলোয় তার শরীর চকচক করতে থাকে।হীরার উপর আলো পড়লে যেমন চকচক করে ঠিক তেমন দেখাচ্ছে তার শরীর।হঠাত একটা ঠান্ডা দমকা হাওয়া শরীর ছুঁয়ে যায়,,আর পুরুষ টি তার চোখ বন্ধ করতেই কিছু আবছা স্মৃতি ভেসে ওঠে তার চোখের সামনে।কিছু সময় তার মুখ অনুভূতি শূণ্য মনে কিন্তু হঠাত্ করে তার মুখে হিংস্রতা আর রাগ ফুটে ওঠে। বাকা হেসে বলল,
"অনেক হয়েছে লুকোচুরি । কী ভেবেছিলি আমার স্মৃতি কেড়ে নিয়ে আমার থেকে পালাতে পারবি? এত সহজ না। খুব শীঘ্রই আমাদের দেখা হবে."
বলেই হঠাত্ করে নিজের রূপ পরিবর্তন করে বাদুর হয়ে বেলকনি থেকে উড়ে যায় ।
চলবে,,,
0 মন্তব্যসমূহ